প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
![img_img-1739646913](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678194283_01-Daily-Inqilab.jpg)
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এস এ হক অলিক-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’ বাংলাভিশনে প্রচার হবে আজ বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন রিয়াজ, সারিকা, শেলী আহসান, স্বরণ সাহা, নাবিলা, আপেল, শামীম ও আরো অনেকে। পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় বসবাস করে মজনু ভাই। মা এবং একমাত্র ছোট বোনকে নিয়ে তার সংসার। মহল্লায় নতুন কোন সুন্দরী মেয়ে আসলেই মজনু ভাই তাকে ভালোবেসে ফেলে। এই জন্য তার নাম দেয়া হেেছ মজনু ভাই। আজ মজনু ভাইয়ের ১৩তম সম্পর্কে ইতি ঘটেছে। এ নিয়ে যখন মহল্লার ছেলেরা আনন্দ-ফুর্তিতে মেতে উঠে তখন মজনু ভাইয়ে মাথায় ঢুকে ১৩ তম সংখ্যাটি তার জীবনের জন্য কুফা। কারণ প্রতি মাসের ১৩ তারিখে সে একটি করে দুঃস্বপ্ন দেখে ও বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্নগুলো তার জীবনে সত্যি হয়। ছোটবেলায় ১৩ বছর বয়সে সে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মরে যেতে নিয়েছিল, ২০১৩ সালে সে প্রথম কোন মেয়ের প্রেমে পড়ে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আজ পর্যন্ত ১৩ জন মেয়ে তাকে ছেড়ে চলে যায়। খুব মন খারাপ হয় মজনু ভাইয়ের। সমস্ত আনন্দ আয়োজন বন্ধ হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।